ইন্টারনেটে কাজ করে অর্থ উপার্জন : কিভাবে করবেন


ইন্টারনেটে কাজ করে অর্থ উপার্জন : কিভাবে করবেন

সরকার ঘোষনা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশের। প্রতিদিন এবিষয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে আগামীতে আউটসোর্সিং হবে বাংলাদেশের সবচেয়ে বড় আয়ের উতস, কর্মসংস্থানের সবচেয়ে বড় যায়গা। তারপরও যারা একাজ করবেন তারা অনেকেই অন্ধকারে রয়ে গেছেন। অনেকেই জানেন না ঠিক কি করবেন। কি যোগ্যতা প্রয়োজন হবে, কি কি যন্ত্রপাতি প্রয়োজন হবে, কি কাজ করতে হবে, কাজ কোথায় পাওয়া যাবে, কত টাকা পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে। 
এই প্রশ্নগুলির উত্তর ধারাবাহিকভাবে দেয়ার চেষ্টা করা হচ্ছে এখানে।
প্রথমেই একটা কথা পরিস্কার করে নেয়া ভাল। বলা হচ্ছে কাজ করে অর্থ উপার্জনের বিষয়ে। কাজেই আপনাকে কাজ করতে হবে, সে কাজ শিখতে হবে, অন্যদের সাথে প্রতিযোগিতা করতে হবে। আপনার দক্ষতা যত বেশি অর্থ উপার্জনের সুযোগ তত বেশি। এটাই একমাত্র পথ। যদি কাজ শিখতে এবং করতে পর্যাপ্ত আগ্রহ এবং চেষ্টা না থাকে তাহলে সময় নষ্ট না করাই ভাল। সহজে অর্থ উপার্জন বলে যা বুঝানো হয় তা আসলে ততটা সহজ না।
আউটসোর্সিং কি ?
এটা নিশ্চয়ই প্রথম প্রশ্ন। উত্তর হচ্ছে, বাড়িতে বসে অন্য কারো কাজ করা। উন্নত দেশগুলিতে (আমেরিকা কিংবা ইউরোপ) মজুরী অত্যন্ত বেশি। কোন কোম্পানীর যদি নির্দিষ্ট প্রোগ্রাম তৈরী প্রয়োজন হয়, এজন্য যদি একজন প্রোগ্রামার নিয়োগ করতে হয় তাহলে বিপুল পরিমান টাকা গুনতে হয়। সেকাজটিই অন্য দেশের প্রোগ্রামার দিয়ে করিয়ে নিলে তুলনামুলক কম টাকায় করানো যায়। বর্তমান ইন্টারনেট ব্যবস্থায় খুব সহজে একাজ করা সম্ভব। আপনি সেই প্রোগ্রামারডিজাইনার, এনিমেটর অথবা যাই হোন না কেন ইন্টারনেটের মাধ্যমেই তাদের কাজ করতে পারেন, ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন নেই।
বড় কোম্পানীর বদলে ছোট কোম্পানী, কিংবা ব্যক্তি পর্যায়ের কাজের কথা যদি এরসাথে যোগ করা হয় তাহলে কাজের পরিধি বেড়ে যায় অনেক। ধরুন কোন ব্যক্তির একটি ওয়েবসাইট তৈরী করা প্রয়োজন। তিনি নিজে সেকাজ পারেন না। কাজেই তার প্রয়োজন এমন একজন ব্যক্তি যিনি সেকাজ করে দেবেন। আপনি যদি সেকাজে দক্ষ হন তাহলে আপনি আগ্রহি হয়ে সেখানে যোগাযোগ করলেন। সমঝোতা হল, আপনি কাজটি করে দেবেন, বিনিময়ে ১০০ ডলার পাবেন। লাভ দুজনেরই।
কাজেই, আউটসোর্সিং হচ্ছে এক যায়গার কাজ অন্যযায়গা থেকে করিয়ে নেয়া। এই কাজকে সহজ করার জন্য অনেক প্রতিস্ঠান রয়েছে। তাদের ওয়ের সাইটে বিনামুল্যে সদস্য হওয়া যায় (আপনাকে বিনামুল্যে সেবা দিয়েও তারা নিজেরা লাভ করেন। সে হিসেব আলাদা)।
তাদের সদস্য দুধরনের, একপক্ষ কাজ দেন, আরেকপক্ষ কাজ করেন। আপনি যখন কাজ দেবেন তখন কাজের বিবরন, সময়, অর্থের পরিমান ইত্যাদি তাদের জানাবেন। তারা ওয়েবসাইটে সেগুলি রেখে দেবেন যারা কাজ করতে আগ্রহি তাদের জন্য।
আপনি যত কাজ করবেন তখন তাদের ওয়েব সাইটে গিয়ে সেই তালিকা থেকে নিজের পছন্দমত কাজের জন্য আবেদন করবেন (সাধারনত একটি লিংকে ক্লিক করাই যথেষ্ট)।  যার কাজ তিনি আবেদনগুলি যাচাই করে যাকে যোগ্য মনে করবেন তাকে কাজটি দেবেন। আপনি সেই ব্যক্তি হলে কাজটি করে ইন্টারনেটের মাধ্যমেই তারকাছে পাঠিয়ে দেবেন। সাথেসাথে আপনার একাউন্টে কাজের অর্থ জমা হবে।
কাজের ধরন
একটু আগে দুধরনের কাজের কথা বলা হয়েছে, একটি কোম্পানীর, অপরটি ছোট কোম্পানী কিংবা ব্যক্তির। আউটসোসিং এর কাজ মুলত এই দুধরনের। বড় কোম্পানীর বড় কাজ করার জন্য বড় প্রতিস্ঠান প্রয়োজন। সেখানে আপনি একজন নিয়মিত কর্মী হিসেবে নিয়োগ পেতে পারেন। আপনি ফ্রিল্যান্সার নন।
আর ছোট কাজের ক্ষেত্রে আপনি নিজেই সবকিছু। যোগাযোগ, কাজ করা, অর্থ গ্রহন সবকিছু করতে হবে নিজেকেই। অবশ্য কয়েকজন একসাথে শুরু করে ক্রমাম্বয়ে বড় কোম্পানীতে পরিনত হওয়া অবশ্যই সম্ভব।
ধরে নেয়া হচ্ছে আপনি একা কাজ করতে আগ্রহি। এখানে সে সম্পর্কিত তথ্যই উল্লেখ করা হচ্ছে।
এক কথায়, কম্পিউটার ব্যবহার করে যাকিছু করা সম্ভব সবধরনের কাজই পাওয়া যায় এভাবে। গ্রাফিক ডিজাইন, ওয়েব পেজ তৈরী, ওয়েব পেজের কোন সমস্যার সমাধান থেকে শুরু করে এনিমেশন, ভিডিও এডিটিং কিংবা একেবারে সহজ ডাটা এন্ট্রি পর্যন্ত। কাজ যত সহজ অর্থের পরিমান তত কম, কাজ যত জটিল অর্থের পরিমান তত বেশি এই নিয়মে।
উদাহরন হিসেবে ওয়েব সাইটের জন্য ফটোশপে একটি ব্যানার বিজ্ঞাপন তৈরী করে যে পরিমান অর্থ পাবেন ফ্লাশে এনিমেটেড ব্যানার তৈরী করে পাবেন তারথেকে অনেক বেশি অর্থ। বাস্তব ধারনা পাওয়ার সবচেয়ে ভাল পথ হচ্ছে এধরনের ওয়েবসাইটে গিয়ে কাজের তালিকা দেখা।
কি শিখতে হবে
কোন কাজ আপনার জন্য ভাল সেটা যাচাইয়ের দায়িত্ব আপনার। আগ্রহ কোন বিষয়ে, দক্ষতা কোন বিষয়ে, কতদুর পর্যন্ত যেতে পারবেন এগুলি একমাত্র আপনিই জানতে পারেন। কোন কাজে অর্থ বেশি এটা বিচার করে সেই কাজ করতে না যাওয়াই ভাল।  প্রোগ্রামার হওয়ার জন্য একধরনের প্রতিভা প্রয়োজন, এনিমেটর হওয়ার জন্য আরেক ধরনের, ভাল ডিজাইনার হওয়ার জন্য আরেক ধরনের। কোন বিষয়ে আগ্রহি হলে সে বিষয়ে খোজ নিন, কিছুদিন চেষ্টা করুন, তারপর দ্রুতই সিদ্ধান্ত নিন।  এবিষয়েও সত্যিকারের সাহায্য পাবেন এধরনের জব সাইটে। প্রতিটি কাজের বর্ননার সাথে কোন সফটঅয়্যারে দক্ষতা থাকতে হবে তা উল্লেখ করা থাকে।
কত আয় করা সম্ভব
বিষয়টি পুরোপুরি আপনার কাজের ধরনের ওপর নির্ভর করে। অধিকাংশ কাজের হিসেব হয় ঘন্টা হিসেবে। গ্রাফিক ডিজাইনকে উদাহরন হিসেবে ধরলে মাসে অনায়াসে হাজার ডলার আয় করা সম্ভব। প্রোগ্রামার হলে অনেক বেশি।
কি যন্ত্রপাতি প্রয়োজন
এধরনের কাজে আপনার মুল অস্ত্র হচ্ছে মেধা। কাজেই দামী যন্ত্রপাতি নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন হয় না, বিশেষ কাজ ছাড়া। কাজের ধরন অনুযায়ী অবশ্যই আপনার স্ক্যানার, গ্রাফিক ট্যাবলেট, দামী ক্যামেরা ইত্যাদি প্রয়োজন হতে পারে। এধরনের বিশেষ যন্ত্র বাদ দিলে আপনার প্রয়োজন একটি মোটামুটি পর্যায়ের কম্পিউটার এবং ভাল ইন্টারনেট সংযোগ।
বর্তমানে যথেষ্ট কম টাকায় ভাল কম্পিউটার পাওয়া যায়। আর ইন্টারনেট সংযোগের বিষয়ে বলা আসলে অর্থহীন। তারা আশা করে আপনি টাকা দেবেন, বদলে কি পাবেন তাতে তাদের কিছু যায়-আসে না। আর সরকার কিংবা প্রশাসন যত বক্তৃতা-বিবৃতি দিক না কেন, ব্যবসায়িদের কাছে সবসময় মাথা নিচু করে থাকে।
মুল কথায় ফেরা যাক। ইন্টারনেটে কাজ করে অর্থ উপার্জনের এটা প্রাথমিক তথ্য। শুরুতেই আপনি যা করতে পারেন তা হচ্ছে এধরনের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত পড়া, বোঝার চেষ্টা করা। সত্যিকাজের কাজের তথ্য তাদের কাছেই পাওয়া সম্ভব, অকারনে অন্য যায়গায় সময় নষ্ট করবেন না।
odesk, freelancer এধরনের জনপ্রিয় ওয়েব সাইটের উদাহরন। সার্চ করলে এধরনের আরো বহু সাইট পাবেন। ভালভাবে বোঝার জন্য কয়েকদিন নিয়মিত এই সাইটগুলিতে সময় কাটান।
কাজ শুরু করুন, সেইসাথে আরো জানার চেষ্টা করুন।

Monitor Your Adsnse Earnings in your Firefox browser


There are some firefox add-ons that displays your Adsense earnings on your Firefox status bar. It lets you to easily see your earnings at a glance instead of logging into the Adsense website time to time.
You can track your adsense earnings using  WhyDoWork.com AdSense Monitor. You can track your Google AdSense earnings right in your status bar, updated in near real-time.
Features of the add-ons:
  • Common reports on daily, yesterday basis like you get from Adsense account.
  • You will also get Adsense stats for , Feeds, Search, Mobile, & Domains
  • Secure local password management and login
How to install the add-ons?
Step 1: Download the add-ons. Click here.
Step 2: Restart firefox to complete installation.
Step 3: Click Tools > WhyDoWork.Com Adsense Monitor > Options…
Step 4: Give your login email and password. Save your settings.
If you are interested you can check out following add-ons too.
1. GraphSenseIt provides a graph tool for Google Adsense.
2. MoneyQuakeIt displays your real-time earning statistics from Google Adsense, Bidvertizer, TraficCashGold, StreamRay, UmaxSearch, PeakClick, Buckster, SoftwareProfit, AdultAdsCash, KlikVip, AdultFriendFinderrn, Begun, Yandex.Direct and Glavmed.
3. Adsense EarningsThis is another adsense Earnings status extension.

Best Google Adsense Alternatives is Bidvertiser


Now-a-days, Google adsense is getting very strict. Newbie publishers are not getting approved like before. They are giving lots of restrictions of getting approved to this program. So it is high time of thinking of alternatives to adsense.Bidvertiser is one of the most popular Adsense Alternatives pay per click contextual advertising program. Some of you may want to try out different advertising programs so that he can experiment what is the BEST money making opportunity for him.
Here I am going to give you brief overview of Bidvertiser. It will help you to take decision whether you should try this one or not.
You can make money online from your website or blog displaying text ads like adsense. You will earn money for every visitor that clicks on ads given by Bidvertiser. It displays the highest bidders on your site.
Customization the layout of your ads
You can simply change layout of the ads in accordance with the design of your site. You will get a simple point-and-click tool for customizing the layout of the ads.
Generate detailed reports to monitor your ads performance
In your Publisher Center you can check out the detailed online reports to monitor your ads performance, including the number of page impressions, clicks, click-through rate, and the total amount you’ve earned.
Payment
Your hard earned money will be paid by PayPal or check. The minimum payout for Paypal is only $10 and $50 for check. So within very short time you can see your result.
So do not waste your time. Just give it a try. Sign Up now

Introducing new Adsense Interface


The new AdSense interface includes more detailed performance reports. You can check daily stats in graphical formats like Google Analytics. You can do common action in bulk.
Overview section: The following image is of the latest Adsense interface. It shows the overview section. It looks very nice and it is user friendly. The reports are in graphical formats like Google Analytics.  You can check out your daily, monthly earnings in graphical format from here.
Payment section: This section is like old adsense interface.
Message section: This section will show recent message from Adsense team.
Account Settings: It is much simpler for than old adsense interface. Now there is a link of changing your country option. Now Google Adsense team discloses the revenue share for your active products like Adsense for content (68%), Adsense for search(51%), Adsense for domains, Adsense for feeds and Referrals in this section. But you can not change your payee name. You have to contact directly with Google Adsense Team.
Resource section: You will get resources of Adsense optimization and latest news here. There is the update of twitter, facebook, Inside adsense blog and Adsense youtube chaneel. In a single place you will get everything.
My Ads Tab: Here you can easily manage your ads and custom channels.
Allow and block ads: In this section you will find your allowed and blocked site lists.
Performance reports: New Adsense interface provides much more advanced and user friendly performance reports. You can check out how much you have earned from which channels, Products and sites more deeply. This reports will help you to take the right which is the best optimization tips you can apply for boost your adsense earnings.
We are waiting for to be available for all Adsennse publishers around the world as soon as possible. Hope you will all love it.

Test new Adsense Interface


Google is going to introduce a completely new Adsense interface. It is currently in beta stage. The new AdSense interface includes more detailed performance reports. You can check daily stats in graphical formats like Google Analytics. You can common action in bulk.
If you want to try the new Adsense interface, then you should request an invitation by filing a small request formhere. Just give your name, email address and Adsense publisher ID, then click on “Submit” button. You are done.
I had applied through this request form and get chance to try out new Adsense interface within five days. I got the notification to try the new Adsense interface beta at the top right corner my old adsense interface.
If you face any problem using new Adsense interface, you can switch back to old Adsense interface.
My recommendation:
I have faced following bug while testing the new Adsense interface.
I hope the Adsense interface will be available to us within very short time.
Update: After two days, new adsense interface is available to me. Check out the new adsense interface.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons