ডুলেন্সের কি?



ডুলেন্সের কি?
ডুলেন্সার  আমাদের দেশের সর্বস্তরের মানুষের জন্য আয়ের খুব সহজ একটি পদ্ধতি। আশা করি সবাই উপকৃত হবেন।
ডুলেন্সার এ উদ্ভাবন নতুন কিছু না । এটা এক দশকের ও বেশি সময় ধরে এটা আমাদের হৃদয়ের স্পন্দন । বিশ্ব জড়িত বলে আমরাও জড়িত । freelancer & employer দের সমস্যা সমাধান করার চেষ্টা এখনো ডুলেন্সার প্রবল উৎসাহ নিয়ে করছি , সেই সাথে সে সমাধানগুলোকে আরও নিখুঁত করছি এবং গ্রাহকদের আরও উৎসাহিত করছি । ভোক্তাদের আউটসোর্সিং সহজ করার লক্ষে ১৯৯৮ সালে ডুলেন্সার ছোট পরিসরে যাত্রা শুরু করে : দক্ষ / অদক্ষ এর ভারসাম্য রক্ষা করে । এক দশকের কিছু বেশি সময় ধরে , ডুলেন্সার sacrifised user দের সংখ্যা ৪ মিলিয়ন ছাড়িয়েছে এবং এটা আমেরিকার সবচেয়ে প্রশংসিত software company এবংম কাজের জন্য দেশের অন্যতম একটি জায়গা ।  এটা এখন ছোট ব্যবসা এবং ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় আউটসোর্সিং ও ওয়েবসাইট লিসিং এর মার্কেটপ্লেস । আমরা ইউএসএ , ক্যানাডা , অষ্ট্রেলিয়া এবং জার্মানি থেকে ৪,৮৭৭,১২৯ জন employer এবং frelancer দের সাথে connected । ডুলেন্সার ১লা মে ২০১১ থেকে এশিয়ায় ব্যবসা শুরু করেছে এবং বাংলাদেশ থেকে শুরু করেছে ।  software, writing, data enrty and design right through to engineering and the science, sales and marketing and accounting & legal service এর জন্য ডুলেন্সার এর ওয়েবসাইটের মাধ্যমে employer রা freelancer hire করতে পারবে । গ্রাহকরা ডুলেন্সার এর থেকে SEO ওয়েবসাইট কিনতে পারবে এবং কিছু শর্তের ভিত্তিতে সেগুলো lease দিতে পারবে । গড় চাকুরিগুলো ১৫০$ এর ভেতরে , প্রথম দিকে আওউটসোর্স ইনকাম করা ছোট ব্যবসা এবং ব্যক্তিদের জন্য খুব ব্যয়বহুল । আজকাল সবাই ইন্টারনেটে আয় করার জন্য উঠে পড়ে লেগেছে। ডুলেন্সার এখন ছোট ব্যবসা এবং ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় আউটসোর্সিং ও ওয়েবসাইট লিসিং এর মার্কেটপ্লেস । ডুলেন্সার বাংলাদেশে তার যাত্রা খুব বেশীদিন হয়নি শুরু করেছে। কিন্তু এরই মধ্যে 32796 মেম্বার পেয়েছে এবং প্রতিদিন আরও পাচ্ছে।

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons