ইংরেজি শেখা : ইংরেজি ভাষায় কি আছে


ইংরেজি শেখা : ইংরেজি ভাষায় কি আছে

আপনি নিশ্চয়ই অনেক ইংরেজি শব্দ জানেন, কিন্তু বলতে বা লিখতে পারেন না। সাধারনভাবে ইংরেজি বলা বা লেখার জন্য ১ থেকে ২০০০ শব্দ জানা প্রয়োজন হয়। অর্থাত ১টি ইংরেজি শব্দ জেনেই আপনি ইংরেজি বলার দাবী করতে পারেন, আর ২০০০ এর অধীক শব্দের প্রয়োজন সাধারনভাবে হয় না। কাজেই ধরে নিতে পারেন ইংরেজি শেখা তুলনামুলক সহজ।
ভাষার সাথে সম্পর্ক ব্যাকরনের, ইংরেজিতে গ্রামারের। প্রতিটি ভাষা নিজস্ব ধরনে ব্যবহৃত হয়। যেমন বাংলায় বলা হয়, আমি ভাত খাই, সরাসরি ইংরেজিতে রুপান্তর করতে হতে পারত I rice eat. কিন্তু তার বদলে বলা হয় I eat rice.
ইংরেজিতে প্রাথমিক নিয়মগুলি শেখার আগে জানা প্রয়োজন বাক্যের বিভিন্ন অংশগুলি কি কি। কিংবা ভাষা কি দিয়ে তৈরী। এই টিউটোরিয়ালে সেটা জানানো হচ্ছে;

নাম
অর্থ
উদাহরন
noun
কোন ব্যক্তি বা বস্তু
book, boy, pen
verb
কোন কাজ
read, write, play
adjective
কোন ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট
good, happy, long
adverb
কাজের বর্ননা
badly, slowly
preposition
নাউন কিংবা প্রোনাউন এর আগে ব্যবহৃত ছোট একটি শব্দ
in, on, by, at
singular
একটি
book, house
plural
একাধিক
books, houses
phrase
কয়েকটি শব্দের সমষ্টি (পুরো বাক্য না)
in a house, an old man
sentence
লেখার সময় একটি বাক্য। ইংরেজিতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু এবং ফুলষ্টপ দিয়ে শেষ
The man went into the room and closed the door.
paragraph
একাধিক বাক্যের সমম্বয়ে তৈরী অংশ
This tutorial has 60 topics. Each topics has 3 articles.
dialogue
দুজনের মধ্যে কথাবার্তা
how are you ?
I am fine.
question
প্রশ্ন
Do you like cricket ?
answer
প্রশ্নের উত্তর
Yes, I am.
No, I Don’t

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons