ইন্টারনেটে কাজ করে অর্থ উপার্জন : কিভাবে করবেন


ইন্টারনেটে কাজ করে অর্থ উপার্জন : কিভাবে করবেন

সরকার ঘোষনা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশের। প্রতিদিন এবিষয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে আগামীতে আউটসোর্সিং হবে বাংলাদেশের সবচেয়ে বড় আয়ের উতস, কর্মসংস্থানের সবচেয়ে বড় যায়গা। তারপরও যারা একাজ করবেন তারা অনেকেই অন্ধকারে রয়ে গেছেন। অনেকেই জানেন না ঠিক কি করবেন। কি যোগ্যতা প্রয়োজন হবে, কি কি যন্ত্রপাতি প্রয়োজন হবে, কি কাজ করতে হবে, কাজ কোথায় পাওয়া যাবে, কত টাকা পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে। 
এই প্রশ্নগুলির উত্তর ধারাবাহিকভাবে দেয়ার চেষ্টা করা হচ্ছে এখানে।
প্রথমেই একটা কথা পরিস্কার করে নেয়া ভাল। বলা হচ্ছে কাজ করে অর্থ উপার্জনের বিষয়ে। কাজেই আপনাকে কাজ করতে হবে, সে কাজ শিখতে হবে, অন্যদের সাথে প্রতিযোগিতা করতে হবে। আপনার দক্ষতা যত বেশি অর্থ উপার্জনের সুযোগ তত বেশি। এটাই একমাত্র পথ। যদি কাজ শিখতে এবং করতে পর্যাপ্ত আগ্রহ এবং চেষ্টা না থাকে তাহলে সময় নষ্ট না করাই ভাল। সহজে অর্থ উপার্জন বলে যা বুঝানো হয় তা আসলে ততটা সহজ না।
আউটসোর্সিং কি ?
এটা নিশ্চয়ই প্রথম প্রশ্ন। উত্তর হচ্ছে, বাড়িতে বসে অন্য কারো কাজ করা। উন্নত দেশগুলিতে (আমেরিকা কিংবা ইউরোপ) মজুরী অত্যন্ত বেশি। কোন কোম্পানীর যদি নির্দিষ্ট প্রোগ্রাম তৈরী প্রয়োজন হয়, এজন্য যদি একজন প্রোগ্রামার নিয়োগ করতে হয় তাহলে বিপুল পরিমান টাকা গুনতে হয়। সেকাজটিই অন্য দেশের প্রোগ্রামার দিয়ে করিয়ে নিলে তুলনামুলক কম টাকায় করানো যায়। বর্তমান ইন্টারনেট ব্যবস্থায় খুব সহজে একাজ করা সম্ভব। আপনি সেই প্রোগ্রামারডিজাইনার, এনিমেটর অথবা যাই হোন না কেন ইন্টারনেটের মাধ্যমেই তাদের কাজ করতে পারেন, ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন নেই।
বড় কোম্পানীর বদলে ছোট কোম্পানী, কিংবা ব্যক্তি পর্যায়ের কাজের কথা যদি এরসাথে যোগ করা হয় তাহলে কাজের পরিধি বেড়ে যায় অনেক। ধরুন কোন ব্যক্তির একটি ওয়েবসাইট তৈরী করা প্রয়োজন। তিনি নিজে সেকাজ পারেন না। কাজেই তার প্রয়োজন এমন একজন ব্যক্তি যিনি সেকাজ করে দেবেন। আপনি যদি সেকাজে দক্ষ হন তাহলে আপনি আগ্রহি হয়ে সেখানে যোগাযোগ করলেন। সমঝোতা হল, আপনি কাজটি করে দেবেন, বিনিময়ে ১০০ ডলার পাবেন। লাভ দুজনেরই।
কাজেই, আউটসোর্সিং হচ্ছে এক যায়গার কাজ অন্যযায়গা থেকে করিয়ে নেয়া। এই কাজকে সহজ করার জন্য অনেক প্রতিস্ঠান রয়েছে। তাদের ওয়ের সাইটে বিনামুল্যে সদস্য হওয়া যায় (আপনাকে বিনামুল্যে সেবা দিয়েও তারা নিজেরা লাভ করেন। সে হিসেব আলাদা)।
তাদের সদস্য দুধরনের, একপক্ষ কাজ দেন, আরেকপক্ষ কাজ করেন। আপনি যখন কাজ দেবেন তখন কাজের বিবরন, সময়, অর্থের পরিমান ইত্যাদি তাদের জানাবেন। তারা ওয়েবসাইটে সেগুলি রেখে দেবেন যারা কাজ করতে আগ্রহি তাদের জন্য।
আপনি যত কাজ করবেন তখন তাদের ওয়েব সাইটে গিয়ে সেই তালিকা থেকে নিজের পছন্দমত কাজের জন্য আবেদন করবেন (সাধারনত একটি লিংকে ক্লিক করাই যথেষ্ট)।  যার কাজ তিনি আবেদনগুলি যাচাই করে যাকে যোগ্য মনে করবেন তাকে কাজটি দেবেন। আপনি সেই ব্যক্তি হলে কাজটি করে ইন্টারনেটের মাধ্যমেই তারকাছে পাঠিয়ে দেবেন। সাথেসাথে আপনার একাউন্টে কাজের অর্থ জমা হবে।
কাজের ধরন
একটু আগে দুধরনের কাজের কথা বলা হয়েছে, একটি কোম্পানীর, অপরটি ছোট কোম্পানী কিংবা ব্যক্তির। আউটসোসিং এর কাজ মুলত এই দুধরনের। বড় কোম্পানীর বড় কাজ করার জন্য বড় প্রতিস্ঠান প্রয়োজন। সেখানে আপনি একজন নিয়মিত কর্মী হিসেবে নিয়োগ পেতে পারেন। আপনি ফ্রিল্যান্সার নন।
আর ছোট কাজের ক্ষেত্রে আপনি নিজেই সবকিছু। যোগাযোগ, কাজ করা, অর্থ গ্রহন সবকিছু করতে হবে নিজেকেই। অবশ্য কয়েকজন একসাথে শুরু করে ক্রমাম্বয়ে বড় কোম্পানীতে পরিনত হওয়া অবশ্যই সম্ভব।
ধরে নেয়া হচ্ছে আপনি একা কাজ করতে আগ্রহি। এখানে সে সম্পর্কিত তথ্যই উল্লেখ করা হচ্ছে।
এক কথায়, কম্পিউটার ব্যবহার করে যাকিছু করা সম্ভব সবধরনের কাজই পাওয়া যায় এভাবে। গ্রাফিক ডিজাইন, ওয়েব পেজ তৈরী, ওয়েব পেজের কোন সমস্যার সমাধান থেকে শুরু করে এনিমেশন, ভিডিও এডিটিং কিংবা একেবারে সহজ ডাটা এন্ট্রি পর্যন্ত। কাজ যত সহজ অর্থের পরিমান তত কম, কাজ যত জটিল অর্থের পরিমান তত বেশি এই নিয়মে।
উদাহরন হিসেবে ওয়েব সাইটের জন্য ফটোশপে একটি ব্যানার বিজ্ঞাপন তৈরী করে যে পরিমান অর্থ পাবেন ফ্লাশে এনিমেটেড ব্যানার তৈরী করে পাবেন তারথেকে অনেক বেশি অর্থ। বাস্তব ধারনা পাওয়ার সবচেয়ে ভাল পথ হচ্ছে এধরনের ওয়েবসাইটে গিয়ে কাজের তালিকা দেখা।
কি শিখতে হবে
কোন কাজ আপনার জন্য ভাল সেটা যাচাইয়ের দায়িত্ব আপনার। আগ্রহ কোন বিষয়ে, দক্ষতা কোন বিষয়ে, কতদুর পর্যন্ত যেতে পারবেন এগুলি একমাত্র আপনিই জানতে পারেন। কোন কাজে অর্থ বেশি এটা বিচার করে সেই কাজ করতে না যাওয়াই ভাল।  প্রোগ্রামার হওয়ার জন্য একধরনের প্রতিভা প্রয়োজন, এনিমেটর হওয়ার জন্য আরেক ধরনের, ভাল ডিজাইনার হওয়ার জন্য আরেক ধরনের। কোন বিষয়ে আগ্রহি হলে সে বিষয়ে খোজ নিন, কিছুদিন চেষ্টা করুন, তারপর দ্রুতই সিদ্ধান্ত নিন।  এবিষয়েও সত্যিকারের সাহায্য পাবেন এধরনের জব সাইটে। প্রতিটি কাজের বর্ননার সাথে কোন সফটঅয়্যারে দক্ষতা থাকতে হবে তা উল্লেখ করা থাকে।
কত আয় করা সম্ভব
বিষয়টি পুরোপুরি আপনার কাজের ধরনের ওপর নির্ভর করে। অধিকাংশ কাজের হিসেব হয় ঘন্টা হিসেবে। গ্রাফিক ডিজাইনকে উদাহরন হিসেবে ধরলে মাসে অনায়াসে হাজার ডলার আয় করা সম্ভব। প্রোগ্রামার হলে অনেক বেশি।
কি যন্ত্রপাতি প্রয়োজন
এধরনের কাজে আপনার মুল অস্ত্র হচ্ছে মেধা। কাজেই দামী যন্ত্রপাতি নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন হয় না, বিশেষ কাজ ছাড়া। কাজের ধরন অনুযায়ী অবশ্যই আপনার স্ক্যানার, গ্রাফিক ট্যাবলেট, দামী ক্যামেরা ইত্যাদি প্রয়োজন হতে পারে। এধরনের বিশেষ যন্ত্র বাদ দিলে আপনার প্রয়োজন একটি মোটামুটি পর্যায়ের কম্পিউটার এবং ভাল ইন্টারনেট সংযোগ।
বর্তমানে যথেষ্ট কম টাকায় ভাল কম্পিউটার পাওয়া যায়। আর ইন্টারনেট সংযোগের বিষয়ে বলা আসলে অর্থহীন। তারা আশা করে আপনি টাকা দেবেন, বদলে কি পাবেন তাতে তাদের কিছু যায়-আসে না। আর সরকার কিংবা প্রশাসন যত বক্তৃতা-বিবৃতি দিক না কেন, ব্যবসায়িদের কাছে সবসময় মাথা নিচু করে থাকে।
মুল কথায় ফেরা যাক। ইন্টারনেটে কাজ করে অর্থ উপার্জনের এটা প্রাথমিক তথ্য। শুরুতেই আপনি যা করতে পারেন তা হচ্ছে এধরনের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত পড়া, বোঝার চেষ্টা করা। সত্যিকাজের কাজের তথ্য তাদের কাছেই পাওয়া সম্ভব, অকারনে অন্য যায়গায় সময় নষ্ট করবেন না।
odesk, freelancer এধরনের জনপ্রিয় ওয়েব সাইটের উদাহরন। সার্চ করলে এধরনের আরো বহু সাইট পাবেন। ভালভাবে বোঝার জন্য কয়েকদিন নিয়মিত এই সাইটগুলিতে সময় কাটান।
কাজ শুরু করুন, সেইসাথে আরো জানার চেষ্টা করুন।

Monitor Your Adsnse Earnings in your Firefox browser


There are some firefox add-ons that displays your Adsense earnings on your Firefox status bar. It lets you to easily see your earnings at a glance instead of logging into the Adsense website time to time.
You can track your adsense earnings using  WhyDoWork.com AdSense Monitor. You can track your Google AdSense earnings right in your status bar, updated in near real-time.
Features of the add-ons:
  • Common reports on daily, yesterday basis like you get from Adsense account.
  • You will also get Adsense stats for , Feeds, Search, Mobile, & Domains
  • Secure local password management and login
How to install the add-ons?
Step 1: Download the add-ons. Click here.
Step 2: Restart firefox to complete installation.
Step 3: Click Tools > WhyDoWork.Com Adsense Monitor > Options…
Step 4: Give your login email and password. Save your settings.
If you are interested you can check out following add-ons too.
1. GraphSenseIt provides a graph tool for Google Adsense.
2. MoneyQuakeIt displays your real-time earning statistics from Google Adsense, Bidvertizer, TraficCashGold, StreamRay, UmaxSearch, PeakClick, Buckster, SoftwareProfit, AdultAdsCash, KlikVip, AdultFriendFinderrn, Begun, Yandex.Direct and Glavmed.
3. Adsense EarningsThis is another adsense Earnings status extension.

Best Google Adsense Alternatives is Bidvertiser


Now-a-days, Google adsense is getting very strict. Newbie publishers are not getting approved like before. They are giving lots of restrictions of getting approved to this program. So it is high time of thinking of alternatives to adsense.Bidvertiser is one of the most popular Adsense Alternatives pay per click contextual advertising program. Some of you may want to try out different advertising programs so that he can experiment what is the BEST money making opportunity for him.
Here I am going to give you brief overview of Bidvertiser. It will help you to take decision whether you should try this one or not.
You can make money online from your website or blog displaying text ads like adsense. You will earn money for every visitor that clicks on ads given by Bidvertiser. It displays the highest bidders on your site.
Customization the layout of your ads
You can simply change layout of the ads in accordance with the design of your site. You will get a simple point-and-click tool for customizing the layout of the ads.
Generate detailed reports to monitor your ads performance
In your Publisher Center you can check out the detailed online reports to monitor your ads performance, including the number of page impressions, clicks, click-through rate, and the total amount you’ve earned.
Payment
Your hard earned money will be paid by PayPal or check. The minimum payout for Paypal is only $10 and $50 for check. So within very short time you can see your result.
So do not waste your time. Just give it a try. Sign Up now

Introducing new Adsense Interface


The new AdSense interface includes more detailed performance reports. You can check daily stats in graphical formats like Google Analytics. You can do common action in bulk.
Overview section: The following image is of the latest Adsense interface. It shows the overview section. It looks very nice and it is user friendly. The reports are in graphical formats like Google Analytics.  You can check out your daily, monthly earnings in graphical format from here.
Payment section: This section is like old adsense interface.
Message section: This section will show recent message from Adsense team.
Account Settings: It is much simpler for than old adsense interface. Now there is a link of changing your country option. Now Google Adsense team discloses the revenue share for your active products like Adsense for content (68%), Adsense for search(51%), Adsense for domains, Adsense for feeds and Referrals in this section. But you can not change your payee name. You have to contact directly with Google Adsense Team.
Resource section: You will get resources of Adsense optimization and latest news here. There is the update of twitter, facebook, Inside adsense blog and Adsense youtube chaneel. In a single place you will get everything.
My Ads Tab: Here you can easily manage your ads and custom channels.
Allow and block ads: In this section you will find your allowed and blocked site lists.
Performance reports: New Adsense interface provides much more advanced and user friendly performance reports. You can check out how much you have earned from which channels, Products and sites more deeply. This reports will help you to take the right which is the best optimization tips you can apply for boost your adsense earnings.
We are waiting for to be available for all Adsennse publishers around the world as soon as possible. Hope you will all love it.

Test new Adsense Interface


Google is going to introduce a completely new Adsense interface. It is currently in beta stage. The new AdSense interface includes more detailed performance reports. You can check daily stats in graphical formats like Google Analytics. You can common action in bulk.
If you want to try the new Adsense interface, then you should request an invitation by filing a small request formhere. Just give your name, email address and Adsense publisher ID, then click on “Submit” button. You are done.
I had applied through this request form and get chance to try out new Adsense interface within five days. I got the notification to try the new Adsense interface beta at the top right corner my old adsense interface.
If you face any problem using new Adsense interface, you can switch back to old Adsense interface.
My recommendation:
I have faced following bug while testing the new Adsense interface.
I hope the Adsense interface will be available to us within very short time.
Update: After two days, new adsense interface is available to me. Check out the new adsense interface.

How to Get Google Adsense Account Approval Quickly?


Google AdSense is a great earning opportunity for small, medium and large web sites publishers. Adsense gives a chance to make money online displaying ads relevant to your content.  It’s a blessing for employed, unemployed, students and small business owner to make some extra cash from their site.
But adsense account approval is getting very difficult day by day due to frequently changes of Google Adsense policy. Google adsense team is getting strict on approving new adsense publisher. Here I will show how you can ensure that your account is not rejected. Just follow the steps; I hope you will get your adsense account approval within very short time.
  • Register a top level domain. It’s not too much expensive. It’s only costs $10. If you are interested to use paid hosting, try free cPanel hosting from FreeHostia. It’s service is not too bad. You will all kinds of facilities of a typical paid hosting like own cPanel, FTP access and one-click PHP script installation.
  • Make your site resourceful. Do not apply for adsense account just publishing a welcome message. Post minimum 10 articles before applying.
  • Provide personal information correctly. Provide your complete address including house number, street name/number, flat/apartment number, city, state, zip code and country properly.
  • Make sure that your website complies with Google Adsense program policies.
  • Design your website properly so that it looks nice. It should be little bit attractive to the visitors. Do not use flash intro.
  • Difficult Site Navigation: Your site must be user friendly. Check out that your site is loaded properly in all browsers. Check out non-functioning links.
After ensuring above criteria, apply for an Adsense account. I hope your adsense account will be approved within shortest possible time.

How you can ensure that your adsense account won’t be disabled?


Those who visits digital points regularly; they know that the issue of disabling someone’s adsense account is common. Here I am going to point out few facts how you can keep your account safe so that your account is not disabled. I am proud adsense publisher since July, 2008. My adsense account is still safe.
  1. Never click on your own ads : Most often you may check out your site. Be careful so that you do not click on any ads by google. It is strictly prohibited by Adsense team. Unforyunatly if you click on ads by google. Immediately inform google about the fact. If you are interested about any advertiser, just jotted down the URL of the advertiser. Directly visit the sites into your browser’s address bar. You may also use adsense preview tool.
  1. Do not use pop-up prompts or automatic software: Your site may not force users to install software on their computer. You must not use any programs to change the browser home pages automatically.
  1. Promoting your site: Do not load ads in an unrequested pop-up. Think once again when buying traffic with third parties. Make sure that your ads is not showing in pop-ups.
  2. Do not inspire your friends or visitors to click on ads by Google: Google use very advanced technology to investigate the behavior of visitors in your sites. Never think of making fool Google. Google is smart enough to catch you. Your visitors should click on ads by Google, if they are interested in the ads. Encouraging others to click on your ads by Google can cause your account to be disabled.
  3. Do not place ads on sites that contain pornographic content:  Do not display ads by Google in any pornographic content, gambling-related content, or drug content related sites.
  4. Do not alter AdSense code: You can generate your code consisting of wide variety of approved ad formats, colors, and features in your AdSense account section. Do not alter any portion of the generated code or change the layout, behavior, targeting, or delivery of ads for any reason.
  5. Make your site user friendly: Avoid excessive pop-ups in your site. Provide positive user experience to your site visitors.
  6. Respond to adsense email quickly: If you get any email from google adsense team, respond to the emails as soon as possible.
  7. Do not place ads by Google under a misleading heading: Do not mislead your visitors to click on ads by Google. Do not use any misleading headings such as “resources” or “helpful links” or “Sponsor links” etc. Check out your site layout carefully to ensure this doesn’t happen.
  8. Do not use Google copyrighted content: Do not use any Google Brand Features such as Google trademarks, logos, webpage or screen shots.

ডুলেন্সের বাংলা টিউটোরিয়াল


ডুলেন্সের বাংলা টিউটোরিয়াল


ডুলেন্সের কি?
ডুলেন্সার আমাদের দেশের সর্বস্তরের মানুষের জন্য আয়ের খুব সহজ একটি পদ্ধতি। আশা করি সবাই উপকৃত হবেন।ডুলেন্সার এ উদ্ভাবন নতুন কিছু না । এটা এক দশকের ও বেশি সময় ধরে এটা আমাদের হৃদয়ের স্পন্দন । বিশ্ব জড়িত বলে আমরাও জড়িত । freelancer & employer দের সমস্যা সমাধান করার চেষ্টা এখনো ডুলেন্সার প্রবল উৎসাহ নিয়ে করছি , সেই সাথে সে সমাধানগুলোকে আরও নিখুঁত করছি এবং গ্রাহকদের আরও উৎসাহিত করছি... 
এই কাজের জন্য আপনি একটি কম্পিউটার এবং একটি নেট সংযোগ প্রয়োজন. ঢুকতে যা যা লাগবে : এটি ফ্রি কোনো সাইট না তাই এখানে তিনটি প্যাকেজ আছে।১ । Basic (100$/7000 টাকা )২ । Moderator (300$/21000 টাকা )৩ । Advance (500$/35000 টাকা )কি কি পদ্ধতিতে আয় করতে পারবেন ?আপনারা এখান থেকে ৫টি পদ্ধতিতে আয় করতে পারবেন । নিচে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল :পদ্ধতি ১ : .....


ডুলেন্সের এ কাজ করে অর্থ উপার্জন :টাকা কিভাবে হাতে পাবেন?

User Agreement for Dolancer.com (ব্যবহারকারীর চুক্তি)


User Agreement for Dolancer.com

This is an important document which you must consider carefully when choosing whether to use the www.dolancer.com website at any time.
This Agreement was last modified on 7th January 2011.
THE FOLLOWING DESCRIBES THE TERMS ON WHICH DOLANCER.COM OFFERS YOU ACCESS TO OUR SERVICES.
Acceptance of User Agreement

This user agreement ("User Agreement" or "Agreement") is a contract between you and Dolancer Outsourcing Inc & Dolancer Outsourcing Ltd. if you are a user of www.dolancer.com. The Site is offered to you conditional on your acceptance of the User Agreement. Please review the terms and conditions set out below before using the Site. Your continued use of the Site after such time will signify your acceptance of this User Agreement. This User Agreement and all policies and terms incorporated by reference constitute the entire agreement between you and Dolancer.com as to its subject matter. If you do not agree to any of these terms and conditions you should immediately cease to use the Site. Please note that we may close, suspend, or limit your access to your Dolancer.com account ("Account") or the Services provided by us on the Site ("Services"), and/or limit access to your funds if you carry out activities which are in contravention of this User Agreement and its associated policies incorporated by reference.
1. ELIGIBILITY

Dolancer.com offers its Services to its Users. We shall have absolute discretion as to whether or not we accept a particular applicant or site for participation in the service. The Site is available only to individuals or corporate entities who can form legally binding contracts under applicable law. Without limiting the foregoing, this Site are not available to persons under 18 years of age. If Users do not qualify, they cannot use any of Dolancer.com's Services including, but not limited to, those that require the User's ability to form legally binding contracts. Each User is responsible for what occurs on their Account and must report any unauthorized use of their Account to us.
2. USERS

The terms "You", "Your", "User", or "Users" refer to anyone accessing our Services or Site for any reason. Dolancer.com provides a venue to introduce Users who wish to provide professional services ("Freelancers") and Users who seek such professional services ("Employers")(respectively or jointly as the "Parties" and individually as a "Party"). The Site enables Users to identify each other and work together online to complete, invoice and pay for projects.
3. LEGAL RELATIONSHIP BETWEEN YOU AND DOLANCER.COM

3.1 Termination
Dolancer.com reserves the right to terminate the participation of any User without reason but expressly including any User that Dolancer.com judges to be in violation of the User Agreement. Without limiting the foregoing, Dolancer.com may terminate the participation of a User if we think that they are creating problems, legal liabilities (actual or potential), infringing someone else.s intellectual property rights, engaging in fraudulent, immoral or illegal activities, or for other similar reasons.
3.2 Relationship between Users
The only parties to a project are the Freelancer and the Employer. Upon the Employer awarding a project to a Freelancer and the Freelancer's acceptance of a project on the Site, the Employer agrees to purchase, and the Freelancer agrees to deliver the Provider Services in accordance with the following agreements: (1) the User Agreement; and (2) the User Services Agreement between the Employer and Freelancer available on the Site, as amended from time to time; (3) any other contractual provisions accepted by both the Freelancer and Employer uploaded to the Site, to the extent not inconsistent with the User Agreement; and (4) the project terms as awarded and accepted on the Site, to the extent not inconsistent with the User Agreement. You agree not to enter into any contractual provisions in conflict with the User Agreement. Any provision of a member contract in conflict with the User Agreement is void.
3.3 User Responsibilities
The responsibilities of the Freelancer and Employer are set out in the Services Agreement between Freelancer and Employer. When you enter into a transaction you create a legally binding contract with another User, unless the transaction is prohibited by law or by this User Agreement. You are responsible for ensuring that you comply with your obligations to other Users. If you do not, you may become liable to that User(s). You must ensure that you are aware of any domestic laws (including common law) international laws, statutes, ordinances and regulations relevant to you as a Employer or Freelancer, or in any other uses you make of the Site.
If another user breaches any obligation to you are solely responsible for enforcing any rights that you may have. For the avoidance of doubt, Dolancer.com has no responsibility for enforcing any User rights.
3.4 No Insurance
Dolancer.com does not offer any form of insurance or other Employer or Freelancer protection which will assist you, because our Site merely provides the online venue for Users to offer, sell, and buy professional services and we are not otherwise involved in the transactions and interactions between Employers and Freelancers. However, some forms of payment permitted on the Site, such as PayPal or credit card, may offer limited buyer or seller protection or chargeback services and you should familiarise yourself with these before proceeding with a transaction of any kind through the Site. Because user identification on the Internet is difficult, we cannot and does not confirm each User's purported identity.
3.5 Independent Contractors Each User acknowledges and agrees that the relationship between Users is that of independent contractors. Nothing in this User Agreement creates a partnership, joint venture, agency or employment relationship between: (1) Users; or (2) between us and any User.
3.6 Services offered by Dolancer.com
Dolancer.com offers a wide range of tools, content, products, services, benefits, and other resources on the Site of particular interest to freelancers and to enable freelancers to efficiently and cost effectively manage their careers, professions, and businesses. These Services are for use only under a non-exclusive, non-transferable, and non-assignable license under these terms and conditions of use. You do not have the right to copy, sell, or otherwise exploit for any commercial purpose the Services or content (in whole or in part), access to this service or use of this service.
Some of the Services offered at the Site may include feedback to questions by Users of this service and/or articles with original content and opinions. Use of this content or links to this content is at the User's own risk. No warranty is made that the information is accurate or reliable and Dolancer.com and its related entities, directors, officers and agents disclaim all liability and responsibility for any direct or indirect loss or damage you may suffer relying on anything contained in or omitted from this content.
3.7 Terms of use
The User understands and agrees to the following terms:
Our Site merely acts as an online venue to allow Users to offer and buy professional services. You acknowledge and agree that Dolancer.com is not involved in the actual transaction between the Freelancers and Employers. As a result, Dolancer.com has no control over the quality or legality of the professional services provided by Users on our Site, or the ability of Freelancers to provide the services or the Employers to pay for the services. We do not guarantee that a User will actually complete a transaction or act lawfully in using the Site.
Some of the content provided at the Site may relate to various subjects such as information pertaining to legal matters, financial matters, health matters, and other matters for which the content of is provided in an advisory nature. This information is provided solely for informational and general non-advisory purposes. If desired, Users should use their own efforts to confirm such information with a professional(s) in the pertinent field(s). All of the information that Dolancer.com provides should not be considered professional, medical, legal, technical, or any other discipline-specific advice.
The Site is a dynamic time-sensitive web site. As such, the information on the Site will be changed frequently. It is possible that some information could be considered offensive, harmful, or inaccurate, and in some cases may be mislabelled or deceptively labelled accidentally by Dolancer.com or accidentally or purposefully by a third-party, regardless of whether such third parties are with or without a legitimate business purpose.
Dolancer.com provides unmonitored access to third-party content. Dolancer.com is only acting as a venue and/or portal, and has no liability based on, or related to, the third-party content on this Site, whether arising under the laws of copyright or other intellectual property, defamation, libel, privacy, obscenity, or any other legal discipline. This web site may contain links to third-party web sites. Dolancer.com does not control nor always review the web sites to which we link from the Site. Dolancer.com, therefore, cannot endorse the content, products, services, practices, policies, or performance of the web sites we link to from the Site, and Users should not treat any link as such an endorsement or acceptance of veracity or value.
Dolancer.com does not have the resources to nor does it undertake any obligation to, control, research, verify, validate, or approve the content that is received or viewed on its web site. Dolancer.com expect that the User will undertake necessary activities and practices and will use caution and common sense when using Dolancer.com for User's Account.
3.8 Promotion
You agree and acknowledge that unless explicitly requested, Dolancer.com may display your company name, logo and public description of your projects and profile as part of the Dolancer.com website(s) and / or other Dolancer.com marketing material.
3.9 Transfer between Sites
After the 20th September 2010, if you decide to swap your default currency, your agreement with the Site will move to the regional operating entity corresponding to the currency you select. For AUD, NZD, EUR, GBP and USD this agreement will be between yourself and Freelancer Australia Pty Limited (ACN 134 845 748) from the date of change onwards. If you change your default currency to HKD, SGD or PHP, this agreement will be between yourself and PTE Limited (Singapore Company 201022717D) from the date of change onwards.
4. FEES

All fees are set forth in the summary of Dolancer.com's fees and charges which can be found on the Site. All fees will be assessed in US dollars. Your Account and all transactions are made and displayed in US dollars unless otherwise specified. Dolancer.com earns fees for creating, hosting, maintaining, and providing the Site, and for all Services delivered by Dolancer.com that are accessible through the Site and to cover expenses and fees Dolancer.com incurs to banks, credit card companies, PayPal, and payment processors. After deducting such amounts, Dolancer.com transfers the remaining payment amount to the Freelancer. Dolancer.com charges fees in relation to the posting of a project; selecting a Freelancer; posting a featured project; hiding a project from search engines; hiding bids from other Users; posting a full time project; project commission fees; and other miscellaneous fees that are described on the Site.
Users can choose various membership programs to subscribe to different levels of participation on the Site which will incur additional fees.
5. AFFILIATE PROGRAM

5.1 General
The Freelancer Affiliate Program ("Affiliate Program") is a program that allows you to receive a payment from Freelancer ("Bonus") into your Account for referring a new user ("Referred User") to Freelancer. To participate in the Affiliate Program, you must comply with all of these requirements, and have an Account that is in good standing.
5.2 Requirements for Referred Users
You may not refer yourself for the Affiliate Program or a user having the same IP address as yourself. The Referred User must be an individual (or business) with whom you have a pre-existing relationship. You may not obtain names for referrals from group email addresses, third party bulk mailing lists, customer lists, or other similar sources. You may not send unsolicited e-mails ("Spam"). If you send Spam in order to recruit Referred Users, Freelancer may immediately and permanently close your Account, without paying out any accrued Bonus.
5.3 Bonus Amount
The amount of the Bonus is based on the Referred User's net project fees ("Project Fees"), defined as the total project fees less any chargebacks, refunds, and reversals. The amount of the Bonus will be determined by Freelancer and equal to 90% percentage of Project Fees for referrals through affiliate links; or 20% through referrals via the "Invite Friends" module.
5.4 Payout Period
You are eligible to receive Bonus payouts for the first 3 months of the Referred User's Account ownership.
5.5 Requirements
To be eligible for a Bonus, the Referred User must: (1) sign up for an Account through either the supplied affiliate links or invitations through the "Invite Friends" module; (2) become a User; and (3) not already have an Account at the time of the referral (or previously).
5.6 Discontinuance or modification of Program
Freelancer may discontinue or modify the Affiliate Program at any time by providing you with seven days. notice. In the event that the Affiliate Program is discontinued, you will receive the Bonus for all of your Referred Users that have satisfied all of the requirements in this section prior to the discontinuation date of the Affiliate Program.
5.7 Non-compliance
Failure to comply with these terms may result in your Account and participation in the Affiliate Program being terminated.
***
Dolancer.com ব্যবহারকারীর চুক্তি

এটি একটি গুরুত্বপূর্ণ দলিল যা সাবধানে আপনি যখন নির্বাচন কিনা কোন সময় থেকে www.dolancer.com ওয়েবসাইট ব্যবহার অবশ্যই বিবেচনা.
এই মতৈক্যের 7 জানুয়ারী 2011 শেষ পরিবর্তন হয়েছিল.
নিম্নলিখিত শর্তগুলি যা DOLANCER.COM উপলব্ধ আপনি আমাদের সেবা করার সুযোগ বর্ণনা.
ব্যবহারকারী চুক্তি অনুমোদন

এই ব্যবহারকারী চুক্তি ("ব্যবহারকারী চুক্তি" বা "চুক্তি") আপনার এবং Dolancer আউটসোর্সিং ইনক ও Dolancer আউটসোর্সিং লিমিটেড মধ্যে একটি চুক্তি যদি আপনি www.dolancer.com একটি ব্যবহারকারী. সাইটে ব্যবহারকারী মতৈক্যের আপনার সম্মতি শর্ত দেওয়া হয়. শর্তাবলী সেট সাইট ব্যবহার আগে নিচের দয়া করে পর্যালোচনা করুন. আপনার যেমন সময় পর সাইটের ক্রমাগত ব্যবহারের এই ব্যবহারকারী মতৈক্যের আপনার সম্মতি জ্ঞাপন করা হবে. এই ব্যবহারকারী চুক্তি এবং সব নীতিমালা ও শর্তাবলী রেফারেন্স দ্বারা অন্তর্ভূক্ত আপনি এবং তার বিষয়ের জন্য যেমন Dolancer.com মধ্যে সমগ্র মতৈক্য গঠন করে. যদি আপনি এই শর্ত কোন একমত না আপনি অবিলম্বে সাইট ব্যবহার থামা উচিত. যে আমরা, স্থগিত, বন্ধ অথবা আপনার Dolancer.com অ্যাকাউন্ট ("একাউন্ট") বা সাইট উপর আমাদের দ্বারা উপলব্ধ পরিসেবার ("পরিষেবা") আপনার প্রবেশাধিকার সীমাবদ্ধ করতে পারেন, এবং / অথবা সীমা আপনার তহবিল ব্যবহার যদি আপনি বহন রাখবেন আউট ক্রিয়াকলাপ এই ব্যবহারকারী চুক্তি ও যুক্ত রেফারেন্স দ্বারা অন্তর্ভূক্ত নীতির লঙ্ঘন হয় সেগুলো.
1. বাঁছনীয়তা

Dolancer.com তার ব্যবহারকারীদের বিভিন্ন সেবা উপলব্ধ. আমরা কি না আমরা একটি বিশেষ সেবা অংশগ্রহণের জন্য আবেদনকারী বা সাইটের গ্রহণ হিসাবে চরম ক্ষমতা রয়ে গেছে হইবে. স্থান পাওয়া একমাত্র ব্যক্তি বা কর্পোরেট সত্তা যিনি প্রযোজ্য আইনের অধীনে আইনগতভাবে বাধ্যবাধকতাপূর্ণ চুক্তি ফর্ম করতে পারে. অগ্রবর্তী সীমিত ছাড়া, এই সাইট উপলব্ধ ব্যক্তিকে বয়স 18 বৎসর অধীনে না. যদি ব্যবহারকারী না যোগ্যতা অর্জন করবেন, তারা কোন Dolancer.com 'গুলি পরিষেবা সমেত, ব্যবহার না কিন্তু সীমিত করতে পারে না, যেগুলো আইনগতভাবে বাধ্যবাধকতাপূর্ণ চুক্তি ফর্ম ব্যবহারকারীর ক্ষমতা প্রয়োজন. প্রত্যেক ব্যবহারকারী তাদের একাউন্টে কি দৃষ্টিগোচর জন্য দায়ী এবং কোন অ্যাকাউন্ট অননুমোদিত ব্যবহার আমাদের রিপোর্ট হবে.
2. ব্যবহারকারীরা

পদ "আপনি", "আপনার", "ব্যবহারকারী", অথবা "ব্যবহারকারী" কোন কারণে আমাদের সেবা বা সাইট ব্যবহারের কেউ পড়ুন. Dolancer.com ব্যবহারকারীদের যারা পেশাদারী পরিষেবা ("ফ্রীলান্সারদের") এবং যে ব্যবহারকারীরা যেমন পেশাদারী পরিষেবা চাওয়া ("নিয়োগকর্তা") (যথাক্রমে বা "দল" হিসাবে যৌথভাবে এবং একটি "পার্টি" হিসাবে পৃথকরূপে) প্রদান ইচ্ছুক পরিচয় করিয়ে একটি স্থান উপলব্ধ. সাইটে প্রত্যেক অন্যান্য চিহ্নিত একসাথে কাজ, চালান এবং সম্পূর্ণ প্রকল্পের জন্য বেতন যোগাযোগ সক্ষম.
3. আপনি ও DOLANCER.COM BETWEEN আইনগত সম্পর্ক

3.1 সমাপন
Dolancer.com থেকে কারণ ছাড়াই কোনো ব্যবহারকারীর অংশগ্রহণ ফুরান অধিকার কোন ব্যবহারকারী যে Dolancer.com বিচারক ব্যবহারকারী চুক্তি লঙ্ঘন করা সহ স্পষ্টভাবে কিন্তু রাখে. অগ্রবর্তী সীমিত না, Dolancer.com ফুরান একটি ব্যবহারকারীর অংশগ্রহণ যদি আমরা মনে করি যে তারা সমস্যা, আইনি দায়দায়িত্ব (প্রকৃত বা সম্ভাব্য), অনধিকারপ্রবেশকারী বৌদ্ধিক সম্পত্তি অধিকার কেউ else.s, প্রতারণা, অনৈতিক বা অবৈধ কর্মকান্ডে আকর্ষক তৈরি হতে পারে, অথবা জন্য অন্য অনুরূপ কারণে.
ব্যবহারকারীদের মধ্যে 3.2 সম্পর্ক
একটি প্রকল্প শুধুমাত্র দলগুলোর হয় ফ্রীলান্সার এবং নিয়োগকর্তা. নিয়োগকর্তা একটি ফ্রীলান্সার এবং site এ প্রকল্পের ফ্রীলান্সার না গ্রহণ করার একটি প্রকল্প awarding উপর, নিয়োগকর্তার ক্রয় সম্মত, এবং ফ্রীলান্সার নিম্নলিখিত চুক্তি অনুযায়ী সরবরাহকারী সেবা প্রদানের সম্মত: (1) ইউজার চুক্তি; এবং (2) নিয়োগকর্তা এবং ফ্রীলান্সার সাইট উপলব্ধ মধ্যে ব্যবহারকারী সার্ভিস এগ্রিমেন্ট যা সময় সময় সংশোধিত; (3) কোন অন্যান্য চুক্তিমূলক উভয় ফ্রীলান্সার এবং নিয়োগকর্তা দ্বারা গৃহীত ব্যবস্থা সাইটে আপলোড, ব্যাপ্তি পরিবর্তনশীল না ব্যবহারকারী চুক্তি; এবং (4) প্রকল্প পদ পরিমাণ অবান্তর ব্যবহারকারী চুক্তি না হিসাবে পুরস্কার এবং সাইট উপর গ্রহণ. আপনি কোন ব্যবহারকারী মতৈক্যের সঙ্গে সংঘাতে চুক্তিমূলক বিধান করা না একমত. ব্যবহারকারীর মতৈক্যের সঙ্গে সংঘাতে সদস্য চুক্তির কোন বিধান করা হয় অকার্যকর.
3.3 ব্যবহারকারী দায়িত্ব
ফ্রীলান্সার এবং নিয়োগকর্তার দায়িত্ব ফ্রীলান্সার এবং নিয়োগকর্তার মধ্যে সেবা চুক্তি হয় করা. যখন একটি লেনদেনের মধ্যে আপনি আপনি একটি অন্য ব্যবহারকারীর সাথে আইনগতভাবে বাধ্যবাধকতাপূর্ণ চুক্তি নির্মাণ, যদি না লেনদেনের আইন দ্বারা বা এই ব্যবহারকারী চুক্তির নিষিদ্ধ লিখুন. আপনি নিশ্চিত যে আপনার বাধ্যবাধকতা সাথে আপনি অন্যান্য ব্যবহারকারীদের মেনে চলার জন্য দায়ী. যদি আপনি না, আপনি দায়ী ব্যবহারকারী (গুলি) হতে পারে. আপনি কোনো গার্হস্থ্য আইন (সহ সাধারণ আইন) আন্তর্জাতিক আইন, বিধিবদ্ধ আইন, অধ্যাদেশ এবং প্রবিধান প্রাসঙ্গিক একটি নিয়োগকর্তা বা ফ্রীলান্সার হিসাবে আপনি, বা কোন অন্য ব্যবহার করে আপনার সাইটের করা জানেন অবশ্যই নিশ্চিত.
যদি অন্য ব্যবহারকারী লংঘন আপনি কোন বাধ্যবাধকতা কোনো অধিকার যে আপনি হয়ত তা enforcing জন্য শুধুমাত্র দায়ী. সন্দেহ পরিহার জন্য, Dolancer.com হয়েছে কোন ব্যবহারকারীর অধিকার জোরদার করা জন্য কোন দায়িত্ব.
3.4 কোন বীমা
Dolancer.com ও প্রস্তাব বীমা বা অন্যান্য নিয়োগকর্তা বা ফ্রীলান্সার সুরক্ষা কোন ফর্ম যা আপনি সহায়তা, কারণ নিছক আমাদের সাইট অনলাইন স্থান উপলব্ধ জন্য ব্যবহারকারীদের প্রস্তাব বিক্রি, এবং পেশাদারী পরিষেবা ক্রয় এবং আমরা অন্যভাবে হয় জড়িত লেনদেন হবে না নিয়োগকর্তা এবং ফ্রীলান্সারদের মধ্যে কথাবার্তাও. তবে, পেমেন্ট কোন উপায়ে সাইট উপর অনুমতি, যেমন পেপ্যালের বা ক্রেডিট কার্ড হিসাবে, সীমিত ক্রেতা বা বিক্রেতা সুরক্ষা বা chargeback পরিষেবা এবং আপনি এই দিয়ে নিজের সাইটের মাধ্যমে কোনো ধরনের লেনদেনের সঙ্গে আপানকে সুপরিচিত করান উচিত পারেন. কারণ ইন্টারনেট ব্যবহারকারী সনাক্তকারী কঠিন, আমরা এবং যাবে না প্রত্যেক ব্যবহারকারীর purported পরিচয় নিশ্চিত না.
3.5 স্বাধীন ঠিকাদার প্রত্যেক ব্যবহারকারীর স্বীকার করে এবং সম্মত যে ব্যবহারকারীদের মধ্যে সম্পর্ক হয় স্বাধীন ঠিকাদার যে. এই ব্যবহারকারী চুক্তিতে কোন কিছুই একটি অংশীদারিত্ব, যৌথ উদ্যোগ, সংস্থা বা মধ্যে কর্মসংস্থান সম্পর্ক সৃষ্টি: (1) ব্যবহারকারীদের; অথবা (2) মধ্যে আমাদের এবং কোন ব্যবহারকারী.
3.6 Dolancer.com কাছ সেবা
Dolancer.com ফ্রীলান্সারদের থেকে একটি টুল, বিষয়বস্তু, পণ্য, সেবা, সুবিধা, এবং অন্যান্য সম্পদের ব্যাপক নির্দিষ্ট সুদের সাইট উপর পরিসীমা উপলব্ধ এবং কার্যকরীভাবে থেকে ফ্রীলান্সারদের সক্রিয় ও কার্যকরভাবে খরচ তাদের পেশা, জীবিকা, এবং ব্যবসা পরিচালনা. এই পরিষেবার জন্য শুধুমাত্র একটি এই ব্যবহারের শর্তাবলী এবং অবস্থা অধীনে বাধাবিহীন, অ হস্তান্তরযোগ্য, এবং অ হস্তান্তরযোগ্য লাইসেন্সের আওতায় ব্যবহার. আপনি, আছে কপি অধিকার না বিক্রি, বা কোন বাণিজ্যিক উদ্দেশ্য সেবা বা বিষয়বস্তু (মধ্যে সম্পূর্ণ অথবা আংশিকভাবে), এই সেবা বা এই সেবা ব্যবহার ব্যবহারের জন্য অন্যথায় গ্রহণকারী.
সাইটে দেওয়া কয়েকটি পরিষেবা এই পরিসেবা এবং / অথবা মূল বিষয়বস্তু এবং মতামত নিয়ে নিবন্ধ ব্যবহারকারীরা দ্বারা প্রশ্নের ফিডব্যাক অন্তর্ভুক্ত. এই বিষয়বস্তুর এই বিষয়বস্তু বা লিঙ্ক ব্যবহার ব্যবহারকারীর নিজস্ব ঝুঁকি থাকে. কোন পাটা যে তথ্য সঠিক বা বিশ্বাসযোগ্য এবং Dolancer.com এবং এর সম্পর্কিত সত্তা, পরিচালক, কর্মকর্তা এবং এজেন্টদের কোন সরাসরি বা পরোক্ষ ক্ষতি বা ক্ষতি কি কিছু আছে বা এই থেকে বাদ উপর নির্ভর হতে পারে জন্য সমস্ত দায় এবং দায়িত্ব ত্যাজ্য করা হয় বিষয়বস্তু.
ব্যবহারের 3.7 শর্তাবলী
ব্যবহারকারী বোধগম্য এবং সম্মত নিম্নলিখিত পদ থেকে:
আমাদের সাইট নিছক একটি অনলাইন ঘটনাস্থল থেকে ব্যবহারকারীরা প্রস্তাবিত পেশাদারী পরিষেবা ক্রয় অনুমতি হিসাবে কাজ করে. আপনি স্বীকার এবং সম্মত হন যে ফ্রীলান্সারদের এবং নিয়োগকর্তা মধ্যে প্রকৃত লেনদেনের মধ্যে Dolancer.com জড়িত না হয়. ফলে, Dolancer.com হয়েছে পেশাদারী আমাদের সাইট ব্যবহারকারীদের দ্বারা উপলব্ধ পরিসেবার মান বা বৈধতা উপর কোন নিয়ন্ত্রণ, অথবা ফ্রীলান্সারদের ক্ষমতা পরিষেবা অথবা পরিষেবার জন্য বেতন কর্মী নিয়োগ প্রদান. আমরা যে একটি ইউজার প্রকৃতপক্ষে একটি লেনদেন বা সম্পূর্ণ সাইট ব্যবহার করে আইনত কাজ করবে না গ্যারান্টি.
বিষয়বস্তু সাইটে প্রদত্ত কিছু আইনি বিষয়, টাকাপয়সা, স্বাস্থ্য বিষয়, এবং অন্য বিষয় যার বিষয়বস্তু অ্যাডভাইসারির প্রকৃতি দেওয়া হয় তথ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কযুক্ত হতে পারে. এই তথ্য শুধুমাত্র তথ্য এবং সাধারণ অ অ্যাডভাইসারির উদ্দেশ্যে উপলব্ধ করা হয়. যদি পছন্দসই, ব্যবহারকারীরা তাদের একজন পেশাদার (গুলি) যথাযথ ক্ষেত্রের (গুলি) সঙ্গে এমন তথ্য নিশ্চিত নিজস্ব প্রচেষ্টা করুন. তথ্য যে Dolancer.com উপলব্ধ সমস্ত বিবেচিত পেশাদারী, চিকিৎসা, আইনগত, প্রযুক্তিগত, অথবা অন্য কোনো শৃঙ্খলা ভিত্তিক পরামর্শ করা উচিত নয়.
স্থান ডাইনামিক সময় সংবেদনশীল ওয়েব সাইট. যেমন, site এ তথ্য বারংবার পরিবর্তিত হবে. এটা সম্ভব যে কিছু তথ্য বিবেচিত অপরাধমূলক, ক্ষতিকর, বা ভুল হতে পারে, এবং কিছু ক্ষেত্রে mislabelled স্বতন্ত্র দ্বারা হতে পারে অথবা deceptively Dolancer.com দ্বারা অকস্মাৎ লেবেল বা দৈবাৎ বা কোন উদ্দেশ্যে, নির্বিশেষে যেমন তৃতীয় পক্ষের সঙ্গে হয় বা ছাড়া বৈধ ব্যবসার উদ্দেশ্য.
Dolancer.com স্বতন্ত্র বিষয়বস্তু unmonitored প্রবেশাধিকার প্রদান. Dolancer.com একটি স্থান এবং / অথবা পোর্টাল হিসাবে শুধুমাত্র অভিনয়, এবং উপর ভিত্তি করে কোন দায় আছে, অথবা সংক্রান্ত তৃতীয় পক্ষের সামগ্রী, ছবি, কপিরাইট বা অন্যান্য মেধা আইন অধীনে কিনা উদ্ভূত, অপবাদ, পরনিন্দা, গোপনীয়তার, অশ্লীলতা, বা অন্য কোন আইনগত বাধ্যতা. এই ওয়েব সাইট লিঙ্ক স্বতন্ত্র ওয়েব সাইট থাকতে পারে. Dolancer.com না, সর্বদা ওয়েব সাইট যা আমরা সাইট থেকে লিংক পর্যালোচনা না নিয়ন্ত্রণ. Dolancer.com সুতরাং,, বিষয়বস্তু, এ্যান্ডোর্স না পণ্য, সেবা, চর্চা, নীতি, অথবা ওয়েব সাইট আমরা এর প্রতি সংযোগ আছে সাইট থেকে, এবং ব্যবহারকারী যেমন একটি সত্যবাদিতা বা মূল্য অনুমোদন বা স্বীকৃতি হিসেবে কোন লিংক না খাওয়াতে হবে কর্মক্ষমতা পারেন.
Dolancer.com না, আছে সম্পদ না এটা, নিয়ন্ত্রণ, গবেষণা করার কোনো বাধ্যবাধকতা, অন্ত্যেষ্টিক্রিয়া যাচাই, তুলনা, অথবা বিষয়বস্তু যে এর ওয়েব সাইটে পাওয়া বা দেখা হয় অনুমোদন. Dolancer.com আশা ব্যবহারকারী প্রয়োজনীয় ক্রিয়াকলাপ এবং চর্চা অন্ত্যেষ্টিক্রিয়া এবং সাবধানতা এবং সাধারণ জ্ঞান ব্যবহার যখন ব্যবহারকারীর অ্যাকাউন্ট জন্য Dolancer.com ব্যবহার করবে.
3.8 উন্নয়ন
আপনি সম্মত হন এবং স্বীকার করেন যে যদি না সুস্পষ্টরূপে অনুরোধ, Dolancer.com Dolancer.com ওয়েবসাইট অংশ (গুলি) এবং / অথবা অন্যান্য Dolancer.com বিপণন উপাদান হিসাবে আপনার কোম্পানির নাম, আপনার প্রজেক্ট এবং প্রোফাইল লোগো এবং সার্বজনীন বিবরণ প্রদর্শন করতে পারে.
সাইটের মধ্যে 3.9 স্থানান্তর
20 সেপ্টেম্বর 2010 পরে, যদি আপনি আপনার ডিফল্ট মুদ্রা, সাইটের সাথে আপনার চুক্তি ও swap সিদ্ধান্ত আঞ্চলিক অপারেটিং সত্তা সংশ্লিষ্ট মুদ্রা আপনি নির্বাচন তা পাঠানো হবে. AUD জন্য, NZD, EUR, GBP এবং ডলার এই চুক্তি নিজের এবং ফ্রীলান্সার অস্ট্রেলিয়া Pty লিমিটেড (ACN 134 845 748) মধ্যে পরিবর্তন অগ্রে তারিখ থেকে হবে. যদি আপনি HKD, SGD অথবা পিএইচপি আপনার ডিফল্ট মুদ্রা পরিবর্তন, এই চুক্তি নিজের এবং PTE লিমিটেড (সিঙ্গাপুর কোম্পানি 201022717D) মধ্যে পরিবর্তন অগ্রে তারিখ থেকে হবে.
4. ফি

সমস্ত ফি Dolancer.com এর ফি এবং অভিযোগ সাইটের উপর পাওয়া যাবে সংক্ষিপ্তসার হয় সেট ঘোষণা. সমস্ত ফি মার্কিন ডলার হবে মূল্যায়ন. আপনার অ্যাকাউন্ট এবং সকল লেনদেন এবং মার্কিন ডলার প্রদর্শিত কিছু উল্লিখিত হয়. Dolancer.com নির্মাণের জন্য ফি earns, হোস্টিং, প্রতিপালক, এবং সাইট প্রদান, এবং জন্য সব Dolancer.com যে সাইটের মাধ্যমে সুগম এবং ব্যাংক, ক্রেডিট কার্ড কোম্পানি, PayPal এর জন্য খরচ ফি Dolancer.com incurs প্রচ্ছদ সরবরাহ সেবা , এবং পেমেন্ট প্রসেসর. যেমন পরিমাণ deducting পর, Dolancer.com ফ্রীলান্সার থেকে অবশিষ্ট পেমেন্ট পরিমাণ স্থানান্তর. Dolancer.com একটি প্রকল্পের পোস্টিং সম্পর্কিত ফি চার্জ; একটি ফ্রীলান্সার নির্বাচন; বৈশিষ্ট্যযুক্ত প্রকল্প পোস্টিং; সার্চ ইঞ্জিন থেকে একটি প্রকল্প আড়াল; অন্যান্য ব্যবহারকারীদের পক্ষথেকে দর আড়াল; প্রকল্পের কমিশন ফি; একটি পূর্ণ সময় প্রকল্প পোস্টিং এবং অন্যান্য বিবিধ ফি যে site এ বর্ণনা করা হয়.
ব্যবহারকারীরা অংশগ্রহণ ভিন্ন মাত্রার সাইট যা অতিরিক্ত ফি আবদ্ধ হবে উপর সাবস্ক্রাইব বিভিন্ন সদস্যতা প্রোগ্রাম করতে পারেন.
5. শাখা প্রোগ্রাম

5.1 সাধারণ
ফ্রীলান্সার মাহবুব প্রোগ্রাম ("মাহবুব প্রোগ্রাম") একটি প্রোগ্রাম যে আপনি আপনার একাউন্টেই থেকে ফ্রীলান্সার থেকে একটি নতুন ব্যবহারকারী ("রেফার ব্যবহারকারী") উল্লেখ জন্য ফ্রীলান্সার ("বোনাস") থেকে প্রদান করতে সাহায্য করে. থেকে মাহবুব প্রোগ্রাম অংশগ্রহণ, আপনি এই প্রয়োজনীয় সব, এবং খাতির একটি অ্যাকাউন্ট ভাল স্থায়ী মধ্যে যা থাকা আবশ্যক.
রেফার ব্যবহারকারীদের জন্য 5.2 আবশ্যকতা
আপনি মাহবুব প্রোগ্রাম অথবা একটি ব্যবহারকারী নিজেকে একই আইপি ঠিকানা জন্য নিজেকে না উল্লেখ করতে পারে. রেফার ব্যবহারকারী ব্যক্তিগত (বা ব্যবসা) সাথে আপনি একটি প্রাক বিদ্যমান সম্পর্ক আছে আবশ্যক. আপনি সম্পর্কস্থাপন গ্রুপ মেইল, তৃতীয় পক্ষের স্তূপ মেইলিং তালিকা, গ্রাহক তালিকা, বা অন্য অনুরূপ উত্স জন্য নাম না প্রাপ্ত করা যাবে. আপনি অযাচিত ই মেইল ​​("স্প্যাম") পাঠাতে পারেন. যদি আপনি স্প্যাম পাঠানোর আদেশ উল্লেখ ব্যবহারকারীদের নিয়োগ, অবিলম্বে ফ্রীলান্সার এবং স্থায়ীভাবে বন্ধ আপনার একাউন্ট অর্থপ্রদানকারী কোন বকেয়া বোনাস আউট ছাড়া, পারে.
5.3 বোনাস পরিমাণ
বোনাস পরিমাণ রেফার ব্যবহারকারীর নেট প্রকল্প ফি ("প্রকল্প পারিশ্রমিক"), নির্ধারিত মোট প্রকল্পের ফি হিসাবে কম ভিত্তিতে কোন chargebacks, ফেরত, এবং রদবদল. অথবা "বন্ধুদের আমন্ত্রণ" মডিউল মাধ্যমে সম্পর্কস্থাপন মাধ্যমে 20% বোনাস পরিমাণ ফ্রীলান্সার এবং সমান প্রকল্প পারিশ্রমিক 90% শাখা সংযোগগুলি মাধ্যমে সম্পর্কস্থাপন জন্য শতাংশ থেকে হবে নির্ধারিত.
5.4 পরিশোধ সময়কাল
আপনি প্রথম রেফার ব্যবহারকারীর অ্যাকাউন্ট মালিকানা 3 মাস বোনাস payouts গ্রহণ যোগ্য.
5.5 আবশ্যকতা
একটি বোনাস জন্য যোগ্য, রেফার ব্যবহারকারী আবশ্যক: (1) একটি একাউন্টের জন্য সাইন আপ হয় সরবরাহ শাখা লিঙ্ক "বন্ধুদের আমন্ত্রণ" মডিউলের সাহায্যে বা আমন্ত্রণ মাধ্যমে; (2) একটি ব্যবহার; এবং (3) ইতিমধ্যে আছে না রেফারেল (অথবা পূর্বে) সময় একটি অ্যাকাউন্ট.
5.6 ক্ষান্তি অথবা প্রোগ্রামের পরিবর্তন
ফ্রীলান্সার বা যেকোন সময়ে থামা মাহবুব প্রোগ্রাম সাত দিন আপনাকে প্রদানের পরিবর্তন হতে পারে. বিজ্ঞপ্তি. ঘটনা যে মাহবুব প্রোগ্রাম বিরত হয়, আপনি আপনার রেফার ব্যবহারকারীরা যে এই বিভাগে প্রয়োজনীয় সমস্ত সন্তুষ্ট পূর্বে মাহবুব প্রোগ্রামের discontinuation তারিখ জন্য বোনাস পাবেন.
5.7 লঙ্ঘন
ব্যর্থতার এই শর্তগুলি মেনে চলার আপনার অ্যাকাউন্ট এবং মাহবুব প্রোগ্রাম হচ্ছে পর্যবসিত অংশগ্রহণ হতে পারে.

Dolancer Catalog





























 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons